Ajker Patrika

মতলবে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ১৫
মতলবে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চাঁদপুরের মতলব দক্ষিণে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর মতলব দক্ষিণ থানায় আহম্মেদ সরকার নামের এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর ভাই। এরপর থেকেই পলাতক রয়েছেন ওই যুবক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই ছাত্রীর। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ঘরে নিয়ে যান আহম্মেদ সরকার। পরে আবদুর রহমান নামের একজনের সহযোগিতায় ওই ছাত্রীর হাত-পা বেঁধে ধর্ষণ করেন আহম্মেদ সরকার। ধর্ষণ শেষে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে ফেলে দিয়ে যান ওই ছাত্রীকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ঘটনার সময় আহম্মেদ সরকারের মা-বাবা বাড়িতে ছিলেন না।

এদিকে ঘটনা ধামাচাপা দিতে ওই ছাত্রীকে আহম্মেদ সরকার নানা হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। পরে ঘটনা এলাকায় জানাজানি হলে আবারও ধামাচাপা দিতে হুমকি দেন তিনি। সবশেষ আহম্মেদ সরকারের পক্ষ নিয়ে এলাকার কয়েকজন সালিশ করেন। সেখানে তাঁকে নির্দোষ বানানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আহম্মেদ সরকার ও তার পরিবারের লোকজন চিকিৎসার নামে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় এলাকাবাসী জানায়।

ওই ছাত্রী জানায়, বৃহস্পতিবার সে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে বাড়ির পাশে যায়। দেখা করে আসার পথে তাকে আহম্মেদ সরকার নামের এক যুবক জোরপূর্বক ঘরে নিয়ে নির্যাতন করেন।

ওই ছাত্রীর মা জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেছেন বিষয়টি যেন থানায় না জানানো হয়। তাঁরা বলেছেন বাড়িতেই ঘটনার সমাধান করে দেবেন।

অভিযুক্ত আহম্মেদ সরকারের মা জানান, স্বামীকে নিয়ে কুমিল্লা হাসপাতালে আছেন তিনি। ছেলের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত