রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল-রায়পুরা আঞ্চলিক সড়কে ভেঙে ফেলা সেতুর নির্মাণকাজ সাত মাসেও শুরু হয়নি। ফলে সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ভুক্তভোগীদের অভিযোগ, ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় এখনো সেতুটির নির্মাণকাজ শুরু হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘মাটির গভীরতার কারণে এ নিয়ে তিনবার মাটি পরীক্ষা করা হয়েছে। মাটির পরীক্ষার সমস্যার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। আশা করি, সেতুটির নির্মাণকাজ দ্রুত শুরু হবে।’
জানা গেছে, উপজেলা এলজিইডির আওতায় চরমরজাল এলাকায় খালের ওপর ২০২২ সালের জুন মাসে সেতু নির্মাণকাজের দায়িত্ব পায় মঈনুল ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। মেয়াদকাল ২০২৩ সাল।
সরেজমিনে দেখা গেছে, ভাঙা সেতু এলাকায় যাত্রীরা ও মালামাল নামিয়ে অতিকষ্টে যান চলাচল করছেন। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, সবজিবাহী গাড়িসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে উপজেলার পৌরসভার, মারজাল, অলিপুরা, পলাশতলী, উত্তর বাখরনগর ইউনিয়নের চরমরজাল হয়ে পার্শ্ববর্তী উপজেলা শিবপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। শুধু তাই নয়, ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতের একমাত্র সড়কও এটি। এ সড়ক দিয়ে যাওয়া-আসা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কী কারণে সেতুর কাজ থমকে আছে তা জানা নেই।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া মঈনুল ট্রেডার্সের অংশীদার মামুন বলেন, ‘তিনবার মাটি পরীক্ষা পরিবর্তন হয়েছে। আগে ছিল ৭০ ফিট এখন ১০০ ফিট গভীরতা। শ্রমিক থাকার জন্য ওইখানে ছোট একটা ঘর নির্মাণ করা হয়েছিল এটাসহ অনেক মালামাল চুরি হয়ে গেছে। আশা করছি, দ্রুতই কাজটা শুরু করা যাবে।’
মরজাল ইউপি চেয়ারম্যান মো আতাউর রহমান বলেন, ‘ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতু নির্মাণকাজ কী কারণে বিলম্বিত হচ্ছে, তা জানি না।’

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল-রায়পুরা আঞ্চলিক সড়কে ভেঙে ফেলা সেতুর নির্মাণকাজ সাত মাসেও শুরু হয়নি। ফলে সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ভুক্তভোগীদের অভিযোগ, ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় এখনো সেতুটির নির্মাণকাজ শুরু হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘মাটির গভীরতার কারণে এ নিয়ে তিনবার মাটি পরীক্ষা করা হয়েছে। মাটির পরীক্ষার সমস্যার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। আশা করি, সেতুটির নির্মাণকাজ দ্রুত শুরু হবে।’
জানা গেছে, উপজেলা এলজিইডির আওতায় চরমরজাল এলাকায় খালের ওপর ২০২২ সালের জুন মাসে সেতু নির্মাণকাজের দায়িত্ব পায় মঈনুল ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। মেয়াদকাল ২০২৩ সাল।
সরেজমিনে দেখা গেছে, ভাঙা সেতু এলাকায় যাত্রীরা ও মালামাল নামিয়ে অতিকষ্টে যান চলাচল করছেন। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, সবজিবাহী গাড়িসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে উপজেলার পৌরসভার, মারজাল, অলিপুরা, পলাশতলী, উত্তর বাখরনগর ইউনিয়নের চরমরজাল হয়ে পার্শ্ববর্তী উপজেলা শিবপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। শুধু তাই নয়, ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতের একমাত্র সড়কও এটি। এ সড়ক দিয়ে যাওয়া-আসা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কী কারণে সেতুর কাজ থমকে আছে তা জানা নেই।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া মঈনুল ট্রেডার্সের অংশীদার মামুন বলেন, ‘তিনবার মাটি পরীক্ষা পরিবর্তন হয়েছে। আগে ছিল ৭০ ফিট এখন ১০০ ফিট গভীরতা। শ্রমিক থাকার জন্য ওইখানে ছোট একটা ঘর নির্মাণ করা হয়েছিল এটাসহ অনেক মালামাল চুরি হয়ে গেছে। আশা করছি, দ্রুতই কাজটা শুরু করা যাবে।’
মরজাল ইউপি চেয়ারম্যান মো আতাউর রহমান বলেন, ‘ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতু নির্মাণকাজ কী কারণে বিলম্বিত হচ্ছে, তা জানি না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫