Ajker Patrika

শেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮: ২০
শেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে ধর্ষণ মামলায় মো. শাহ আলী (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান। শাহ আলী শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে। মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন শাহ আলী। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার এক কৃষক পরিবারের মেয়েকে বিয়ে করেন শাহ আলী। দাম্পত্য জীবনে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে শাহ আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে যৌতুকের দাবিতে নির্যাতনের একটি মামলা দায়ের করেন স্ত্রী। এ মামলায় শাহ আলীর বিরুদ্ধে সমন জারি হলে ২০১৪ সালের ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ২০১২ সালের ১৩ মে স্ত্রীকে তালাক দিয়েছেন মর্মে কাগজপত্র দাখিল করেন তিনি।

এদিকে সেই তালাকের বিষয়টি গোপন রেখে ২০১৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত দীর্ঘ প্রায় আড়াই বছর (সাবেক স্ত্রীর) ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক বহাল রাখায় ২০১৫ সালের ২৫ জানুয়ারি শাহ আলী এবং তার মা-বাবাসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে থানায় মামলা করেন প্রতারিত নারী। পরে তদন্ত শেষে একই বছরের ৮ জুন চারজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানার তৎকালীন এসআই মো. আবুল কালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত