Ajker Patrika

সিনেমাটিক ইউনিভার্স নিয়ে সরগরম হলিউড

সিনেমাটিক ইউনিভার্স নিয়ে সরগরম হলিউড

হলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা মার্ভেল। তাদের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স প্রায় ৩০টির মতো সিনেমা নির্মাণ করেছে। মূলত সুপার হিরোদের নিয়েই কাজ করছে তারা, যার অধিকাংশই সুপারহিট। তবে শিল্প ক্ষেত্রে এই সিনেমাগুলো কতটুকু অবদান রাখছে সে বিষয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। আর সেই বিতর্ক নিয়ে এখন সরগরম পুরো হলিউড।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শিল্প ক্ষেত্র হিসেবে টিকে থাকতে হলে ব্লকবাস্টার সিনেমা প্রয়োজন। নাহলে সিনেমাশিল্প মুখ থুবড়ে পড়বে অর্থের অভাবে। আবার একাংশের দাবি সিনেমা জনপ্রিয় করার যে ফরম্যাট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স শুরু করেছে, তাতে শিল্পমাধ্যম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই বিষয়ে বিস্ফোরক মন্তব্যটি করেছেন হলিউডের কিংবদন্তি নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। তাঁর অভিযোগ হলিউডের মার্ভেলাইজেশন হয়ে যাচ্ছে। নিজের দাবির পক্ষে তিনি বলেন, ‘আমরা দেখছি অভিনেতারা কয়েকটা চরিত্রে বিখ্যাত হয়ে যাচ্ছেন। ক্যাপ্টেন আমেরিকা একজন তারকা, থর একজন তারকা। কিন্তু আসল কথা হলো এগুলো ফ্রাঞ্চাইজির চরিত্র। এদের আদৌ কি চিত্রতারকা বলা যেতে পারে?’

টারান্টিনোর এই বক্তব্যের প্রতিবাদ করেছেন অভিনেতা সিমু লিউ। এরপর বিতর্ক এগিয়ে নিয়ে যান স্যামুয়েল এল জ্যাকসন। এবার সেই বিতর্কে জড়ালেন রবার্ট ডাউনি জুনিয়র। যাকে পুরো বিশ্ব চেনে আয়রন ম্যান হিসেবে। তিনি বলেন, ‘নিজেদের মধ্যে পাথর ছোড়াছুড়ি করে লাভ নেই। এতে আমাদের সংহতি নষ্ট হচ্ছে। এটা মনে রাখলে ভালো হয় যে আমরা একটা কমিউনিটি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ চলতি বছর “টপ গান”-এর মতো সিনেমা হয়েছে, “অ্যাভাটার” আসছে। ইন্ডাস্ট্রির স্বার্থেই এই মুহূর্তে আমাদের বড় সিনেমা দরকার।’

রবার্ট ডাউনি জুনিয়র আরও যোগ করেন, ‘সব মাধ্যমেই পরিবর্তন আসে। বিনোদনজগতেও তাই। এই পরিবর্তন দেখে সমালোচনা করার আগে নিজের মনের কতটা পরিবর্তন হয়েছে, সেটা যাচাই করা দরকার। নিজেকেও কিছুটা বদলানোর প্রয়োজন আছে। তা না হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেরা কাজটা করতে আটকে যাব আমরা।’

হলিউড সিনেমা নিয়ে এই বিতর্ক বাড়ছে দিনকে দিন। অনেক তারকা এই বিতর্কে শামিল না হলেও তাঁরা মনে করছেন, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে সুপার হিরো সিনেমা হতে পারে, তবে রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সিনেমা নির্মাণ চালিয়ে যাওয়া উচিত। তবেই হলিউড টিকে থাকবে স্বমহিমায়। নইলে অচিরেই এক বড় প্রশ্নবোধকের মুখোমুখি হতে হবে হলিউডকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত