Ajker Patrika

সামাজিক অনুষ্ঠান সীমিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
সামাজিক অনুষ্ঠান সীমিতের আহ্বান

দেশের করোনা পরিস্থিতি আপাতত স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। কিন্তু ওমিক্রনের প্রভাবে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার পাশাপাশি সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মুজিব শতবর্ষ উপলক্ষে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু ভুলে গেলে হবে না, করোনার সংক্রমণ এখনো শেষ হয়ে যায়নি। বিভিন্ন দেশে ওমিক্রনের প্রভাবে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে। যুক্তরাজ্যে বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই ওমিক্রনের শিকার।’

দেশের করোনা পরিস্থিতি: দেশে গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টার প্রাণ গেছে আরও চারজনের। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের।

৫৬ লাখ টিকা এসেছে: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে প্রতিদিন প্রায় ১৫ লাখ টিকা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরকারের কাছে মজুত আছে সাড়ে চার কোটি টিকা। গতকাল বুধবার যুক্তরাজ্য ও জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৫৬ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। এর মধ্যে যুক্তরাজ্য ৪১ লাখ ও জাপান ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে।

গতকাল স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব টিকা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৩২ শতাংশের বেশি টিকা দেওয়া হয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত