Ajker Patrika

১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪: ২২
১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

সখীপুরে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এসব ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কাঁকড়াজান ইউনিয়নে ২ জন, বহেড়াতৈল ৪ জন, যাদবপুর ৪ জন ও বহুরিয়া ইউনিয়নে ৩ জন।

আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এঁদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তবে ভোটের মাঠে এই ১৩ জনই টিকে থাকবেন কিনা তা জানতে ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ১৩ চেয়ারম্যান প্রার্থী ছাড়া সাধারণ ইউপি সদস্য পদে ৬১ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত চারটি ইউনিয়নে মোট ১১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক বলেন, ২০ অক্টোবর মনোনয়নপত্রের যাচাই-বাছাই, ২১ থেকে ২৩ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তি, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোট হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত