Ajker Patrika

আবুল হায়াতের নির্দেশনায় মম

আবুল হায়াতের নির্দেশনায় মম

দুই বছরের বিরতি কাটিয়ে আবুল হায়াতের নির্দেশনায় নাটকে অভিনয় করলেন জাকিয়া বারী মম। নাটকের নাম ‘ওলটপালট’। রাবেয়া খাতুনের গল্পে নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে।

মমর অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মম খুব ভালো একজন অভিনেত্রী। ওলটপালট নাটকে তার চরিত্রটিও অসাধারণ। অভিনয়ের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

শিগগিরই নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান আবুল হায়াত। মম ছাড়াও এতে অভিনয় করেছেন শিরীন আলম ও রওনক হাসান।

আবুল হায়াতএদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মম অভিনীত ‘ওরা ৭ জন’ সিনেমাটি। খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমাটিতে মমর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। আগামী শুক্রবার মুক্তি পাবে মম অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। বানিয়েছেন অনন্য মামুন। ‘দারুচিনি দ্বীপ’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ ও মম। ১৬ বছর পর রেডিও সিনেমায় আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত