Ajker Patrika

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারের দাবি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ১৯
সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারের দাবি

সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সনাক বাগেরহাটের সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সদস্য বাবুল সরদার, শেখ মুজিবুর রহমান, ফিরোজা নাসরিন ডলি, স্বজন সদস্য জ্ঞান রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক খান সালেহ আহমেদ, মহিলা পরিষদ বাগেরহাট শাখার অর্থ সম্পাদক তহমিনা বেগম মিনু, প্রোগ্রাম এক্সিকিউটিভ মাহবুবা রহমান প্রিয়া, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী, সদস্য হুমায়রা খাতুন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটা দুর্যোগপূর্ণ সময়ে আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি থাকবে-এটা বিশ্বাস করা যায় না। যাঁরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না তাঁরাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। দুর্ভাগ্য যে, এ পর্যন্ত ঘটে যাওয়া কোনো সাম্প্রদায়িক সহিংসতার দৃশ্যমান কোনো বিচার হয়নি। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ চান।

যাঁরা এ ধরনের সহিংস ঘটনা ঘটিয়েছে, রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে অবিলম্বে তাঁদের সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত