Ajker Patrika

আটজনের নামে মামলা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ০৪
আটজনের নামে মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে। গত সোমবার রাতে আহত গোলাম নবীর ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় মামলা করেন।

এদিকে, গতকাল মঙ্গলবার সকালে জমির উদ্দিন নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সুমন গ্রুপের গোলাম নবীকে পেটানোর ঘটনায় তাঁর ভাই থানায় মামলা করেছেন। আটজন আসামির একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযানে চলছে।

মামলার বাদী গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ভাই স্কুল ভোটে জয়লাভ করেছেন। প্রতিপক্ষরা পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর আক্রমণ করেছিল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটজনকে আসামি করে থানায় মামলা করেছি।’

এর আগে গত সোমবার দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার ও বশী গ্রাম ব্রিজ এলাকায় স্কুলের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ আহত হন। এ সময় বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

সংঘর্ষে আহত মামুনের বাবা শরিফুল ইসলাম দুলাল বলেন, ‘আমাদের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সমর্থকেরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ তো সব ঘটনা জানে। মামলার প্রস্তুতি চলছে।’

ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘একপক্ষের মামলা হয়েছে। তবে এ ঘটনায় আরও মামলা হতে পারে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত