Ajker Patrika

সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ৫৬
সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুর টাউন হল অডিটোরিয়ামে এ আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশের রংপুর জেলা ও মহানগর কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অসকস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর জেলার সভাপতি সার্জেন্ট (অব.) মো. সামিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন (অব.) মতিউর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা (অব.) আব্দুস সালাম, রংপুর মহানগর কমিটির উপদেষ্টা বেল্লাল উদ্দিন প্রমুখ।

এদিকে গঙ্গাচড়ায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অসকস বাংলাদেশের উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি সার্জেন্ট মো. গোলাম রব্বানী। এতে অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম কিবরিয়া, অসকস উপজেলা শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরন্নবী হাসান, মুক্তিযোদ্ধা ও অসকস উপজেলা কমিটির সদস্য আব্দুল মালেক, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসকস লালমনিরহাট জেলা সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গোলাম ইরশাদ জামিল।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত