মতলব (চাঁদপুর) প্রতিনিধি
বোরোর উৎপাদন বাড়াতে চাঁদপুরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, বীজ সরবরাহ কেন্দ্র ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হয়।
চাঁদপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইব্রিড, স্থানীয় ও উন্নতফলনশীল এ-৩ জাতের ইরি-বোরোর চাষাবাদ করে থাকেন চাঁদপুরের কৃষকেরা। জেলার ৮ উপজেলায় চলতি অর্থবছরে ইরি-বোরো চাষাবাদে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৯৪৫ মেট্রিক টন।
এককভাবে হেক্টরপ্রতি ৪১০ মেট্রিক টনে উৎপাদন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০০ মেট্রিক টন। হাইব্রিড ৯ হাজার ৫০০ হেক্টর চাষাবাদ এবং হেক্টরপ্রতি ৪৯৫ মেট্রিক টনে উৎপাদন নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৮৪৫ মেট্রিক টন।
পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এম এস মো. ইয়াহিয়ার তথ্যমতে, চাঁদপুর সদর লালদিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ হাজীগঞ্জ টোরাগড়ের আওতায় এবার ২ হাজার ৮৫২টি ছোট-বড় সেচ সংযোগ দেওয়া হয়। এগুলোর মধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ৫৭০টি এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় ২ হাজার ২৭২টি সেচের বৈদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দেওয়া হয়।
এতে সরকারের নির্দেশিত সব ধরনের সুবিধাও দেওয়া হয়েছে। মতলব দক্ষিণ, চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর, ফরিদগঞ্জ—এই পাঁচ উপজেলা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন এবং হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া—এই তিন উপজেলা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় রয়েছে।
এম এস মো. ইয়াহিয়া জানান, বোরো চাষাবাদের সুবিধার্থে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর আওতাধীন সরকারি ও পিবিএস থেকে কৃষকদের সব ধরনের ট্রান্সফরমার বিনা মূল্যে সংযোগকরণ ও মেরামত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সীমিত আকারে গভীর, অগভীর, লো-লাইট আকারের সেচগুলো চালানো এবং সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তিন মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত রয়েছে। জেলার সব উপজেলায় সমানতালে বোরো উৎপাদনে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য ২৪ ঘণ্টা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন সেচগুলো মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের সার্বিক দিক বিবেচনায় এনে ২০ শতাংশ ব্যবহৃত বৈদ্যুতিক বিল কর্তন বা রিভেট করে বিল পরিশোধের ব্যবস্থা আগে থেকেই সিদ্ধান্ত রয়েছে। কোনো কৃষক চাইলে সৌরবিদ্যুচ্চালিত পাম্পের সংযোগ স্থাপনে পিবিএস সব ধরনের সার্ভিস দেবে।
সহকারী জেনারেল ম্যানেজার এম এস মো. ইয়াহিয়া আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় দেশের উৎপাদন বেড়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চাল রপ্তানি হচ্ছে। দেশের খাদ্য উৎপাদনে পল্লী বিদ্যুৎ সমিতি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। সারা দেশে এবার সেচ পরিচালিত হওয়া ৪ লাখ ৩৮ হাজারের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতিরই ৪ লাখ ২৮ হাজার। পিবিএসের কর্মীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করছেন।
এ ছাড়া ৮ উপজেলায় ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২০২০-২১ অর্থবছরে ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যে সোনালী, অগ্রণী, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার এ বছরও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চাঁদপুরের ৮ উপজেলায় কম-বেশি হারে সার, বীজ ও বিদ্যুৎ খাতে ভর্তুকি রয়েছে।
বোরোর উৎপাদন বাড়াতে চাঁদপুরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, বীজ সরবরাহ কেন্দ্র ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এসব উদ্যোগ নেওয়া হয়।
চাঁদপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইব্রিড, স্থানীয় ও উন্নতফলনশীল এ-৩ জাতের ইরি-বোরোর চাষাবাদ করে থাকেন চাঁদপুরের কৃষকেরা। জেলার ৮ উপজেলায় চলতি অর্থবছরে ইরি-বোরো চাষাবাদে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৯৪৫ মেট্রিক টন।
এককভাবে হেক্টরপ্রতি ৪১০ মেট্রিক টনে উৎপাদন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০০ মেট্রিক টন। হাইব্রিড ৯ হাজার ৫০০ হেক্টর চাষাবাদ এবং হেক্টরপ্রতি ৪৯৫ মেট্রিক টনে উৎপাদন নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৮৪৫ মেট্রিক টন।
পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এম এস মো. ইয়াহিয়ার তথ্যমতে, চাঁদপুর সদর লালদিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ হাজীগঞ্জ টোরাগড়ের আওতায় এবার ২ হাজার ৮৫২টি ছোট-বড় সেচ সংযোগ দেওয়া হয়। এগুলোর মধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ৫৭০টি এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় ২ হাজার ২৭২টি সেচের বৈদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দেওয়া হয়।
এতে সরকারের নির্দেশিত সব ধরনের সুবিধাও দেওয়া হয়েছে। মতলব দক্ষিণ, চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর, ফরিদগঞ্জ—এই পাঁচ উপজেলা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন এবং হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া—এই তিন উপজেলা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় রয়েছে।
এম এস মো. ইয়াহিয়া জানান, বোরো চাষাবাদের সুবিধার্থে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর আওতাধীন সরকারি ও পিবিএস থেকে কৃষকদের সব ধরনের ট্রান্সফরমার বিনা মূল্যে সংযোগকরণ ও মেরামত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সীমিত আকারে গভীর, অগভীর, লো-লাইট আকারের সেচগুলো চালানো এবং সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তিন মাস নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত রয়েছে। জেলার সব উপজেলায় সমানতালে বোরো উৎপাদনে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য ২৪ ঘণ্টা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন সেচগুলো মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের সার্বিক দিক বিবেচনায় এনে ২০ শতাংশ ব্যবহৃত বৈদ্যুতিক বিল কর্তন বা রিভেট করে বিল পরিশোধের ব্যবস্থা আগে থেকেই সিদ্ধান্ত রয়েছে। কোনো কৃষক চাইলে সৌরবিদ্যুচ্চালিত পাম্পের সংযোগ স্থাপনে পিবিএস সব ধরনের সার্ভিস দেবে।
সহকারী জেনারেল ম্যানেজার এম এস মো. ইয়াহিয়া আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় দেশের উৎপাদন বেড়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চাল রপ্তানি হচ্ছে। দেশের খাদ্য উৎপাদনে পল্লী বিদ্যুৎ সমিতি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করছে। সারা দেশে এবার সেচ পরিচালিত হওয়া ৪ লাখ ৩৮ হাজারের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতিরই ৪ লাখ ২৮ হাজার। পিবিএসের কর্মীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করছেন।
এ ছাড়া ৮ উপজেলায় ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২০২০-২১ অর্থবছরে ২৪৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যে সোনালী, অগ্রণী, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার এ বছরও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চাঁদপুরের ৮ উপজেলায় কম-বেশি হারে সার, বীজ ও বিদ্যুৎ খাতে ভর্তুকি রয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫