Ajker Patrika

ঘোড়াঘাট পৌরসভার ভোট আজ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৪৭
ঘোড়াঘাট পৌরসভার ভোট আজ

আজ মঙ্গলবার দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ভোট। এর সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন সে জন্য মাঠে রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরে আরও এক দিনসহ মোট চার দিন মাঠে থাকবেন তাঁরা।

নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৩২ জন এবং ৯টি সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। মোট ১৯ হাজার, ৯৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত