Ajker Patrika

তাঁর চ্যালেঞ্জ আফিফদের ফিল্ডিংয়ের 'রোগ'টা সারানো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬: ১৪
তাঁর চ্যালেঞ্জ আফিফদের ফিল্ডিংয়ের 'রোগ'টা সারানো

ব্যাটিং সমস্যার নিরাময় হয়নি। এই ব্যাধি তো আছেই, বড় ‘মাথাব্যথা’ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত। পরশু শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে দলের ফিল্ডিং ভীষণ ভাবনায় ফেলে দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।

এ সিরিজে পাঁচ ম্যাচে নয়টি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। বাংলাদেশ যেটির মাশুল দিয়েছে আফগানদের ধবলধোলাইয়ের সুযোগ ও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতছাড়া করে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ক্যাচ ছাড়ছেন আফিফ হোসেন ধ্রুব আর মোহাম্মদ নাঈমের মতো দলের সেরা ফিল্ডাররা।

বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের এমন দুর্দশা নতুন কিছু নয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটার চরম মূল্য দিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। টুর্নামেন্টে আট ম্যাচে তারা ক্যাচ ছেড়েছে নয়টি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে ৯টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ।

গত বছর বিশ্বকাপের পর ফিল্ডিং কোচ রায়ান কুকের মেয়াদ নবায়ন করেনি বিসিবি। পাকিস্তান সিরিজে দল খেলেছে ফিল্ডিং কোচ ছাড়া। আফগানদের বিপক্ষে দুই সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। তাঁর অধীনে ওয়ানডে সিরিজে কিছুটা ভালো করলেও টি-টোয়েন্টি সিরিজটা শেষ হয়েছে বাজেভাবেই। এ নিয়ে হতাশা প্রকাশ করে গত পরশু দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ‘আমরা ভালো বোলিং করিনি, আমরা ভালো ফিল্ডিংও করিনি। আমরা অনেক ভুল করেছি।’ দলের বাজে ফিল্ডিং নিয়ে বিরক্ত স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে ব্যাটিংয়ের সঙ্গে তাই ফিল্ডিংও দুশ্চিন্তা বাড়াচ্ছে। ফিল্ডারদের এই দুর্দশা নিয়ে গতকাল ক্রিকেট বিশ্লেষক ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ সমস্যা সমাধানের উপায় হচ্ছে এটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া। আমাদের ক্রিকেট-সংস্কৃতিতে যারা ব্যাটিং করে, তারা ব্যাটিংকে গুরুত্ব দেয়। বোলাররা বোলিংকে। অলরাউন্ডাররা ব্যাটিং ও বোলিং দুটিকেই গুরুত্ব দেয়। কিন্তু ফিল্ডিংটা সেভাবে কেউ গুরুত্ব দেয় না। এটাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নেওয়ার সংস্কৃতি তৈরি করতে পারলে ভালো ফল আসতে পারে। এটাও সত্যি, আমাদের দেশে যেসব মাঠে তরুণেরা অনুশীলন বা খেলাধুলা করে সেটা ফিল্ডিংয়ের উপযোগী না।’

গত কয়েক বছরে একাধিক বিদেশি ফিল্ডিং কোচ দেখা গেছে বাংলাদেশ দলে। সর্বশেষ গত পরশু ফিল্ডিং কোচ হিসেবে বিসিবি চূড়ান্ত করেছে শেন ম্যাকডারমটকে। বাংলাদেশের বিভিন্ন দলে নানা সময়ে কাজ করেছেন তিনি। সাকিবদের কোচ হিসেবে ফিরতে পেরে উচ্ছ্বসিত ম্যাকডারমট। তাঁর কাঁধেই এখন ফিল্ডিংয়ের রোগ থেকে বাংলাদেশ দলকে মুক্ত করার দায়িত্ব। গতকাল বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ফিল্ডিং নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি নিশ্চিত করব যে ফিল্ডিং বিভাগ হিসেবে দল সব সময় সেরা চেষ্টাই করবে। চেষ্টা করব যেন ফিল্ডিংয়ের কারণে দল সাফল্য বেশি পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত