Ajker Patrika

৩ মাসের আহ্বায়ক কমিটিতে ছয় বছর

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ২২
৩ মাসের আহ্বায়ক কমিটিতে ছয় বছর

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় তিন মাসের জন্য। এরপর থেকে ছয় বছর ধরে ওই সাত সদস্যের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে ছাত্রলীগ। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। একই অবস্থা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ জুলাই কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ওই কমিটিতে আহ্বায়ক পদে আবদুল আজিজ সিহানুক, যুগ্ম আহ্বায়ক পদে নাইমুল হক হিমেল, গোলাম সারোয়ার কাওসার, সাইফুল আলম রবিন, মো. ফয়সাল হোসেন, নুর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসানকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে এই কমিটি গঠনকে কেন্দ্র করে একই বছরের ১১ এপ্রিল কুমিল্লা টাউন হল মাঠে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিহত হন।

অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয় ২০১৫ সালের ৩১ জুলাই। আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এই কমিটির সদস্যসচিব নাছিমুল ইসলাম হেলাল বিয়ে করে জাপানে রয়েছেন। নানা অনিয়মের কারণে এই কমিটির আশিক, জোবায়ের ও বাবু নামের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বর্তমানে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগেরও কমিটি নেই। বিভিন্ন অনিয়মের কারণে ভেঙে দেওয়া হয়েছে কমিটি। বর্তমানে সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক সাকিব নেতৃত্ব দিচ্ছেন। কুমিল্লা সিটি কলেজে কোনো কমিটি নেই। কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজ ও অজিত গুহ কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ। সেই সঙ্গে ২৭টি ওয়ার্ডের কমিটিগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম বলেন, ‘সাংগঠনিক নিয়ম মেনে সময়মতো কমিটি হলে নতুন নেতৃত্বের মাধ্যমে মেধাবী ছাত্র নেতারা উঠে আসতেন। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবি জানাই।’

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক বলেন, ‘নতুন কমিটির বিষয়ে কেন্দ্রে যোগাযোগ করা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে নতুনেরা নেতৃত্বে আসুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত