Ajker Patrika

মাধবদীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৩

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৬
মাধবদীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার  ১৩

নরসিংদীর মাধবদীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। মাধবদী থানা পুলিশ-সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে মামলা রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক নারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত