Ajker Patrika

আমনের নমুনা ধান কাটা উৎসব

লালপুর (নাটোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ১৮
আমনের নমুনা ধান কাটা উৎসব

নাটোরের লালপুরের আভা ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) তত্ত্বাবধানে আমন ধানের নমুনা ধান কাটা উৎসব উদ্‌যাপিত হয়েছে।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ঈশ্বরদী উপজেলার মোকরামপুর গ্রামের কৃষক মিলনের জমিতে গত বৃহস্পতিবার ধান কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি উপসহকারী আলিউজ্জামান, আব্দুল আলিম, কৃষক আজমল আলী, সাইফুল ইসলাম, রাহাত আলী, মুরাদ, রবু, খোকন আলী ও নফিল হোসেন প্রমুখ।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য ইরি-এগ্রি প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে হেড-টু-হেড প্রদর্শনী স্থাপন করে।

কৃষক মিলন বলেন, তাঁর প্রদর্শনী প্লটে ৬ প্রকার ধান (ব্রি ধান ৮০, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৩, ব্রি ধান ৯৪, ব্রি ধান ৯৫ ও স্বর্ণা) চাষ করেন। ধানের রং দেখতে সুন্দর। উৎপাদিত ধান কেটে মাড়াই করে হেক্টরপ্রতি ব্রি ধান ৯৫ ফলন পাওয়া যায় ৫ দশমিক ২৯ টন ও ব্রি ধান ৮৭ ফলন পাওয়া যায় ৪ দশমিক ৪৯ টন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত