Ajker Patrika

কঠিন চীবর দানোৎসবে সবার মঙ্গল কামনা

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ২৫
কঠিন চীবর দানোৎসবে  সবার মঙ্গল কামনা

রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ির আর্যগিরি বনবিহারে চতুর্থ কঠিন চীবর দানোৎসব উদ্‌যাপিত হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির পানখাইয়াপাড়া ধর্মরাজিক বৌদ্ধবিহার ও বান্দরবান সদরে সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। এ জন্য গতকাল শুক্রবার দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিহারে দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশ্বের সব প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনা এবং করোনা থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

দানোৎসবের কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা, হাজার বাতি দান, কল্পতরু প্রদক্ষিণ ও উৎসর্গসহ নানা ধরনের দান।

রাঙামাটি প্রতিনিধি জানান, জেলার লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নে অবস্থিত আর্যগিরি বনবিহারে গতকাল শুক্রবার দুপুরে কল্পতরু ও কঠিন চীবর নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। পরে ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসব। রুপেল চাকমার পরিচালনায় অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন বিহার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক দিবাকর চাকমা।

অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা পাঠ করেন বৈশাখী চাকমা। এ সময় স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অজয় চাকমা মিত্র ও যুগ্ম সম্পাদক দিবাকর চাকমা। শুভেচ্ছা বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, আটরকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমাসহ অন্যান্য।

এদিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার পানখাইয়া পাড়া ধর্মরাজিক বৌদ্ধবিহারে গতকাল শুক্রবার দিনব্যাপী কঠিন চীবর দানোৎসবে জেলার বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘ প্রধান ও শত শত পুণ্যার্থী উপস্থিত ছিলেন। এতে প্রধান উপাসক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। এ দিন সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশে আকাশপ্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

এ ছাড়া বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান সদরে সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদ্‌যাপিত হয়। গতকাল শুক্রবার দুপুরে রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন বিহার দায়ক-দায়িকারা এর আয়োজন করেন। এ সময় ধর্মদেশনা প্রদান করেন সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত রত্নপ্রিয় মহাথের, রামু প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের, বান্দরবান সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি স্থবির, আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষুসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত