হকারদের দখলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে সারাক্ষণ লেগে থাকে যানজট। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সব ধরনের পরিবহন ও পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও হাইওয়ে পুলিশের তেমন নজরদারি না থাকায় হকারদের মহাসড়ক দখলের মাত্রা দিন দিন বাড়ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর মাওনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে এক কিলোমিটার এলাকার (ঢাকাও ময়মনসিংহমুখী) এক লেন দখল করে হকাররা দোকান নিয়ে বসেছেন। শত শত ভ্যানগাড়িতে জামাকাপড়, জুতা, শার্ট ও প্যান্টসহ নানা ধরনের পণ্য। দোকানের সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ চাহিদামতো কেনাকাটা করছেন ঝুঁকি নিয়ে। গা ঘেঁষে যাচ্ছে বিভিন্ন পরিবহন।
ফুটপাতে কেনাকাটা করতে আসা পোশাকশ্রমিক দিলরুবা আক্তার বলেন, ‘সপ্তাহে এক দিন সময় পাই। পরিবারের কেনাকাটা করতে এসেছি। প্রচুর ভিড়, বাস-ট্রাক ঘেঁষে কেনাকাটা করছি। কী করব এখানে কেনাকাটা করলে কিছু টাকা সাশ্রয় হয়।’
নাঈমুল হাসান নামের আরেক ক্রেতা বলেন, ‘ঠেলাঠেলি করে কেনাকাটা করছি। শীতের আগমনে আজ অনেক মানুষ এসেছেন শীতের পোশাক কিনতে। বাজার তো বসছে মহাসড়কের ওপর।
যে স্থানে দোকান বসে আমাদের সেখানে যেতে হয়।’
ফুটপাতের কাপড় ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের বসার মতো কোনো জায়গা নেই। এ জন্য বাধ্য হয়ে মহাসড়কের ওপর দোকান সাজিয়ে বসেছি। আমাদের একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিলে ওখানেই দোকানপাট নিয়ে বসতাম। গরিব মানুষ। এটার ওপর জীবিকা নির্বাহ, তাই বাধ্য হয়ে অপরাধ করছি।’
মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আশরাফুল রতন বলেন, ফুটপাতে দোকানপাট বসানোর জন্য বণিক সমিতির পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেই। যে যার মতো করে মহাসড়ক দখল করে দোকান সাজিয়ে বসেছেন। বণিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, মহাসড়কের ওপর বাজার উচ্ছেদ করতে প্রতিনিয়ত পুলিশ মোতায়েন থাকে। তবুও ওরা মহাসড়কের মাঝে চলে আসে। মহাসড়কের ওপর থেকে স্থায়ীভাবে ফুটপাত উচ্ছেদ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে কোনোভাবেই দোকানপাট বসিয়ে বেচাকেনার সুযোগ নেই। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বসানো ফুটপাত উচ্ছেদ করা হবে।
হকারদের দখলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে সারাক্ষণ লেগে থাকে যানজট। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সব ধরনের পরিবহন ও পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও হাইওয়ে পুলিশের তেমন নজরদারি না থাকায় হকারদের মহাসড়ক দখলের মাত্রা দিন দিন বাড়ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার পর মাওনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে এক কিলোমিটার এলাকার (ঢাকাও ময়মনসিংহমুখী) এক লেন দখল করে হকাররা দোকান নিয়ে বসেছেন। শত শত ভ্যানগাড়িতে জামাকাপড়, জুতা, শার্ট ও প্যান্টসহ নানা ধরনের পণ্য। দোকানের সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ চাহিদামতো কেনাকাটা করছেন ঝুঁকি নিয়ে। গা ঘেঁষে যাচ্ছে বিভিন্ন পরিবহন।
ফুটপাতে কেনাকাটা করতে আসা পোশাকশ্রমিক দিলরুবা আক্তার বলেন, ‘সপ্তাহে এক দিন সময় পাই। পরিবারের কেনাকাটা করতে এসেছি। প্রচুর ভিড়, বাস-ট্রাক ঘেঁষে কেনাকাটা করছি। কী করব এখানে কেনাকাটা করলে কিছু টাকা সাশ্রয় হয়।’
নাঈমুল হাসান নামের আরেক ক্রেতা বলেন, ‘ঠেলাঠেলি করে কেনাকাটা করছি। শীতের আগমনে আজ অনেক মানুষ এসেছেন শীতের পোশাক কিনতে। বাজার তো বসছে মহাসড়কের ওপর।
যে স্থানে দোকান বসে আমাদের সেখানে যেতে হয়।’
ফুটপাতের কাপড় ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের বসার মতো কোনো জায়গা নেই। এ জন্য বাধ্য হয়ে মহাসড়কের ওপর দোকান সাজিয়ে বসেছি। আমাদের একটি নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিলে ওখানেই দোকানপাট নিয়ে বসতাম। গরিব মানুষ। এটার ওপর জীবিকা নির্বাহ, তাই বাধ্য হয়ে অপরাধ করছি।’
মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আশরাফুল রতন বলেন, ফুটপাতে দোকানপাট বসানোর জন্য বণিক সমিতির পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেই। যে যার মতো করে মহাসড়ক দখল করে দোকান সাজিয়ে বসেছেন। বণিক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, মহাসড়কের ওপর বাজার উচ্ছেদ করতে প্রতিনিয়ত পুলিশ মোতায়েন থাকে। তবুও ওরা মহাসড়কের মাঝে চলে আসে। মহাসড়কের ওপর থেকে স্থায়ীভাবে ফুটপাত উচ্ছেদ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে কোনোভাবেই দোকানপাট বসিয়ে বেচাকেনার সুযোগ নেই। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বসানো ফুটপাত উচ্ছেদ করা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫