Ajker Patrika

অভিভাবক সমাবেশে ২৭ শিক্ষার্থী পুরস্কৃত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮: ৫৮
অভিভাবক সমাবেশে  ২৭ শিক্ষার্থী পুরস্কৃত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘উত্তর কালীকচ্ছ মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় ‘সুহৃদ’ নামক সংগঠনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিকচ্ছ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন। শিক্ষক ফারজানা আক্তার ও কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-কৃষি ব্যাংক মৌলভী বাজার শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাত খাঁ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, মহিলা ইউপি সদস্য জায়েদা বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত