Ajker Patrika

হাড় ভাঙার হাতুড়ে চিকিৎসক দম্পতি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ৪১
হাড় ভাঙার হাতুড়ে চিকিৎসক দম্পতি

লাকসাম উপজেলার বিজরা বাজারে হাড় ভাঙার চিকিৎসালয় খুলে বসেছেন মো. মোরশেদ নামের এক ব্যক্তি। তাঁর কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসার সনদ নেই। তিনি ও তাঁর স্ত্রী মিলে করেন চিকিৎসা। নিজেরাই তৈরি করেন ওষুধ।

মো. মোরশেদের চিকিৎসালয়ের নাম মৈশাদী হাড় ভাঙা চিকিৎসালয়। ভাড়া বাসায় চলছে এ কার্যক্রম। এখানে রোগীদের জন্য ছয় শয্যার ব্যবস্থাও রয়েছে। অভিযুক্ত ব্যক্তি দাবি করছেন, তাঁর চিকিৎসায় মানুষ ভালো হচ্ছে। এ জন্যই তাঁর কাছে আসছে। তবে স্থানীয় বাসিন্দাদের রয়েছে অপচিকিৎসায় প্রতারিত হওয়ার অভিযোগ।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় বরুড়া উপজেলার ওড্ডা গ্রামের মো. মামুনের সঙ্গে। তিনি বলেন, চার দিন চেম্বারে রেখে ছেলের হাতের হাড় ভাঙা চিকিৎসা করান। তখন ভালো হয়ে গেছে মনে করে খুশি মনে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার সাত-আট মাস পর আবার ব্যথা শুরু হলে তিনি মো. মোরশেদের কাছে যান। তখন তাঁকে কুমিল্লা বা ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

চৌদ্দগ্রামের হাঁড়ি সর্দার এলাকার মইন উদ্দিন লোক-মুখে শুনে তাঁর ছেলেকে নিয়ে আসেন এখানে। তিনিও পড়েছেন একই অবস্থায়। প্রথমে ভালো হলেও পরে আবার সমস্যা দেখা দেয়। অবশেষে বাধ্য হয়ে হাসপাতালে ছেলের চিকিৎসা করান।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মোরশেদ বলেন, ‘চিকিৎসার সনদ নেই তো কী হয়েছে। ট্রেড লাইসেন্স তো আছে। নিজেরা ওষুধ তৈরি করি। আমার ওষুধ বাজারে পাওয়া যায় না। কবিরাজি চিকিৎসার কোনো সনদ হয় না। আমার বাবা থেকে আমি শিখেছি। আমি স্ত্রী-ভাগনেকে শিখিয়েছি। আমি আর আমার স্ত্রী এ চেম্বার চালাই।’

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ‘হাড় ভাঙা চিকিৎসার জন্য সরকারি সনদপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন। এসব কবিরাজ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। জেলা-জরিমানা করার পর তাঁরা এক স্থান থেকে অন্য স্থানে আস্তানা তৈরি করেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত