Ajker Patrika

পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ৫২
পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। জনপ্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। গত বুধবার দুপুরে পরীক্ষা চলাকালীন ওই বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

এদিকে, যেসব শিক্ষার্থী টাকা দিতে ব্যর্থ হয়েছে তাদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

কথা হয় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সোনালী আক্তারের সঙ্গে। সোনালী জানায়, তার কাছে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা দাবি করা হয়। সে ৩০০ টাকা দেয়। বাকি ২০০ টাকা দিতে না পারায় তাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বাকি টাকা দেওয়ার কথা বললে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়।

আব্দুর রহিম নামে এক শিক্ষার্থী জানায়, তার বাবা মানুষের জমিতে কাজ করে সংসার চালান। পরীক্ষার ফি ৫০০ টাকা চাওয়া হয়। ২০০ টাকা দেয় আব্দুর রহিম। বাকি টাকা না দেওয়ায় পরীক্ষার হলে ঢুকতে দেয়নি। স্কুলের মাঠে ৩০ মিনিট দাঁড় করে রাখা হয়। পরে সাংবাদিকদের বিষয়টি জানানোর কথা বললে পরীক্ষা দিতে দেয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিরা বলেন, ‘টাকা কালেকশনের জন্য ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।’

ফরিদা বেগম নামে একজন অভিভাবক বলেন, ‘আমার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সেখান থেকে যে বেতন পান তাতে সংসার চালানো খুবই কষ্টসাধ্য। ধারদেনা করে ৩০০ টাকা দিয়েছি পরীক্ষার ফি দেওয়ার জন্য। স্কুলের স্যাররা নাকি বলেছেন বাকি ২০০ টাকা দিতে হবে। বাকি টাকা না দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে না।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জামান মুঠোফোন বলেন, ‘আমাদের টাকা নেওয়ার নিয়ম আছে তাই টাকা নিয়েছি। তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তারা টাকা দিতে না চাইলে আমরা টাকা নিতাম না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, ‘বিষয়টি দেখতেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখার জন্য বলে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত