Ajker Patrika

ঠুমরি সংগীতসন্ধ্যা মুগ্ধ দর্শক-শ্রোতা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ২২: ৩৬
ঠুমরি সংগীতসন্ধ্যা মুগ্ধ দর্শক-শ্রোতা

‘ও নান্দি দুলারে—দিল লে লিয়া’ অথবা ‘কা কারে সাজনি—আয়েনা বালাম’ শাস্ত্রীয় সংগীতে দিনাজপুরে প্রথমবারের মতো ঠুমরি সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুরের আকাশে’ আয়োজিত ব্যতিক্রমী এই সংগীতে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে সুর লহরি ও সংগীত মূর্ছনায় শ্রোতাদের মাতিয়ে তোলেন বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, অনুরাধা শর্মা, ডা. শহিদুল ইসলাম খান, লক্ষ্মী কান্ত রায়, রেখা সাহা ও শিমুল কর্মকার।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, পাটোয়ারী বিজনেস হাউসের পরিচালক মো. শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাবেক জেলা রেজিস্ট্রার ও দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত