Ajker Patrika

পদত্যাগের গুঞ্জন আকরামের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ১০
পদত্যাগের গুঞ্জন   আকরামের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হয়েছে দুই মাস ছুঁই ছুঁই। অথচ এখনো ঘোষণা করা হয়নি নতুন স্ট্যান্ডিং কমিটি। কয়েক দিনের মধ্যে বিসিবির বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে তা। আপাতত পুরোনো কমিটিই নিজেদের কাজটা চালিয়ে যাচ্ছে।

ঠিক এই সময়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আকরাম খানের সরে দাঁড়ানোর খবর এল। গতকাল তাঁর স্ত্রী সাবিনা আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।’

বিষয়টি জানতে চেয়ে আকরামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এ প্রসঙ্গে বিসিবিপ্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজকের পত্রিকাকে জানান, এটা তাঁর পারিবারিক বিষয়। এ নিয়ে তাঁদের পক্ষে মন্তব্য করা কঠিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত