Ajker Patrika

অনুষ্ঠান থেকে চলে গেলেন আ.লীগ নেতারা

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ৩৯
অনুষ্ঠান থেকে চলে গেলেন আ.লীগ নেতারা

শেরপুরের নকলায় বিজয় দিবসের অনুষ্ঠানস্থল থেকে চলে গেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। পরবর্তীতে একই সময়ে তারা স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে বিশেষ ব্যবস্থায় শপথ বাক্য পাঠ করেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এব্যাপারে আমি ঠিক জানি না। অনুষ্ঠানস্থলে চেয়ারগুলো আসতে দেরি হচ্ছিল। যে চেয়ারগুলো ছিল সেগুলো একপাশ থেকে আমি ডিস্ট্রিবিউশন করছিলাম।

এরই মধ্যে ওসি (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাহেব জানালেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব (বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ) এসে আবার চলে যাচ্ছেন।

আমি মঞ্চের কাছাকাছি এসে দেখি উনি (সেক্রেটারি) সড়কে উঠে পড়েছেন। আমি তাকে ফোন দিলাম।

তিনি বললেন, আপনি চেয়ারম্যান সাহেবদের নিয়ে শপথ করেন।

এ শপথে আমরা থাকব না। ওসি সাহেব বললেন, এখানে উনার (সেক্রেটারি) জন্য চেয়ার ছিল। ইচ্ছে করলে তিনি বসতে পারতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত