Ajker Patrika

‘মানব গাড়ি’ নিয়ে এলেন ঐশী

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৩: ১০
‘মানব গাড়ি’ নিয়ে এলেন ঐশী

ফোক গান গেয়ে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ঐশী। এখনো তাঁর গাওয়া ‘দিল কি দয়া হয় না’ গানটি বাজতে শোনা যায় বিভিন্ন জায়গায়। ইমরান মাহমুদুলের সংগীতে ‘ঐশী এক্সপ্রেস’ ও আরেফিন রুমির সংগীতে ‘দেহবাজি’ অ্যালবাম দুটি তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দেয় বহুগুণ। ‘মায়া’ সিনেমায় গান গেয়ে এরই মধ্যে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। সিনেমা কিংবা অডিও ইন্ডাস্ট্রি—ফোক গানের ক্ষেত্রে ইদানীং সুরকারেরা সবার আগে ঐশীকেই খোঁজেন।

যেমনটি করেছেন গীতিকার আহমেদ রব্বানী।

‘মানব গাড়ি’ শিরোনামে একটি ফোক গান লিখেছিলেন রব্বানী। গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য তাঁর প্রথম পছন্দ ছিল ঐশীকেই। তবে গায়িকার শর্ত ছিল, তিনি সব সময় যাঁদের সংগীতায়োজনে কাজ করেন, তাঁদের কেউ থাকলে ঐশীর জন্য সুবিধা হয়। যোগাযোগ করা হয় ঐশীর অনেক গানের সুরকার, সংগীত পরিচালক সুমন কল্যাণের সঙ্গে। সুমন গানটির সংগীত করলেন। এরপর ২০২০ সালের অক্টোবরে গানটিতে কণ্ঠ দেন ঐশী। অনেক অপেক্ষার পর ‘মানব গাড়ি’ অবশেষে এল। ফোক বাংলা এন্টারটেইনমেন্ট থেকে কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে গানটি। ঐশী বলেন, ‘গানটি যখন সুমন কল্যাণ দাদা আমাকে পাঠালেন, তখনই মনে হয়েছিল গানটি শ্রোতা-দর্শকের পছন্দ হবে। গানটি যাঁরা শুনবেন, কথা-সুরের মায়ায় পড়ে যাবেন তাঁরা। ‘‘মানব গাড়ি’’ নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি।’

ঐশীর কণ্ঠে সর্বশেষ ‘দুষ্টু পোলাপাইন’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। যে গানে মডেল হয়েছেন বলিউডের সানি লিওনি। ঐশী এখন ব্যস্ত কনসার্ট নিয়ে। গতকাল গাইলেন লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কনসার্টে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত