Ajker Patrika

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ১৫
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর হজরত শাহ আমানত খানের (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ চার বছর ধরে তাঁকে কারাগারে বন্দী রাখার কারণে পর্যাপ্ত চিকিৎসা হয়নি। এতে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে। তাঁর পুরোনো অসুখ আর্থ্রাইটিসও রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর অভিযোগ করেন, খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত