Ajker Patrika

এক ইউনিয়নে ৬৫ সিসি ক্যামেরা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৭
এক ইউনিয়নে ৬৫ সিসি ক্যামেরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। গত মঙ্গলবার সকাল থেকেই ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে ক্যামেরা সংযোজনের কাজ।

ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টিরও বেশি সিসি ক্যামেরা সংযোজনের কাজ চলছে। ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে চাঁদগ্রাম ইউনিয়নে এসব ক্যামেরা লাগানোর কাজ চলছে।

জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হবে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হবে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আসল।

এমন উদ্যোগে চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়নবাসী। এক সপ্তাহের মধ্যেই ক্যামেরা সংযোজনের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান।

দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবু বলেন, ‘ইউনিয়নের মধ্যে অপরাধপ্রবণ এলাকা, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড় বাছাই করা হয়েছে। সেসব স্থানে আগে ৫০টি ক্যামেরা লাগানো হচ্ছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট ১৫টি ক্যামেরা লাগিয়ে পুরো ইউনিয়নকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হবে।’

চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘একদিকে ইউনিয়নকে ডিজিটালে রূপ দেওয়া, অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত