Ajker Patrika

‘দেশকে অস্থিতিশীল রাখতে চায় বিএনপি’

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ৩৫
‘দেশকে অস্থিতিশীল রাখতে চায় বিএনপি’

বিএনপিসহ সব রাজনৈতিক দলকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ না নেয়, এর দায়-দায়িত্ব তাদের।’ গতকাল রোববার সকালে জাতীয় সমাজসেবা দিবসের শোভাযাত্রা শেষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের আলোচনা সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘দেশের রাজনীতিতে একটি স্থিতিশীলতা দরকার। বিএনপি দেশকে সব সময় অস্থিতিশীল রাখতে চায়। তারা ক্ষমতায় থাকার সময় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, জঙ্গিদের লালন করেছে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। তাদের দুর্নীতির কারণে সমাজের অনেক অংশে পচন ধরেছিল। আমরা ক্ষমতায় এসে এর অনেক পরিবর্তন করেছি। এখন বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।’

এ সময় টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র সিরাজুল হক আলমগীরসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত