Ajker Patrika

শিক্ষা দেবেন রাকুল প্রীত

শিক্ষা দেবেন রাকুল প্রীত

যৌনশিক্ষা নিয়ে সমাজে একধরনের ট্যাবু আছে। বেশির ভাগ মানুষই প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন। কিশোর-কিশোরীরা এ নিয়ে প্রশ্ন করলেও অনেক সময় ভুলভাল বুঝিয়ে দেওয়া হয়। এবার যৌনশিক্ষা নিয়ে খোলাখুলি কথা বলতে আসছেন রাকুল প্রীত সিং।

অভিনেত্রীর নতুন সিনেমা ‘ছত্রিওয়ালি’ জি ফাইভে মুক্তি পাবে ২০ জানুয়ারি। হাসি-আনন্দের মোড়কে এ সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যৌনশিক্ষার বিষয়টি। গত শুক্রবার রাতে মুক্তি পেল ছত্রিওয়ালির ট্রেলার। ট্রেলারের শুরুতে দেখা যায় এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করছে, ‘জনসংখ্যা কীভাবে বাড়ে স্যার?’ উত্তরে শিক্ষক বলেন, ‘যখন একটা পাখি আরেকটা পাখির ওপরে বসে, তখন জনসংখ্যা বাড়ে।’ এরপর দেখা যায় রাকুল প্রীতকে। ঘুড়ি উড়িয়ে, আড্ডা মেরে পাড়া মাতিয়ে রাখেন তিনি। তবে তাঁরই এক পরিবারের সদস্যের যখন মিসক্যারেজ হয়, তখনই বিষয়টি নিয়ে সিরিয়াস হন রাকুল।

শিক্ষার্থীদের যৌনশিক্ষা দেওয়ার জন্য খোলা মাঠে স্কুল খুলে বসেন। পরিবার ও ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে রাকুল বুঝিয়ে দেবেন, ছাত্রছাত্রীদের সঠিক যৌনশিক্ষা দেওয়া কতটা জরুরি। এতে রাকুলের প্রেমিকের চরিত্রে আছেন সুমিত ব্যাস। সিনেমাটি পরিচালনা করেছেন তেজসপ্রভা বিজয় দেওস্কর।

রাকুল প্রীত বলেন, ‘আমার মনে হয়, এ চরিত্র অনিরাপদ যৌন সম্পর্কের বিরুদ্ধে কথা বলতে অন্যদের উৎসাহ দেবে। অন্যান্য বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের যৌনশিক্ষা দেওয়া এই সময়ে সবচেয়ে জরুরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত