Ajker Patrika

সাফল্যের ২৫ দিন

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৯: ৩৯
সাফল্যের ২৫ দিন

সাফল্যের ২৫ দিন পেরিয়ে এল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ঝরা পালক’। ২৪ জুন পশ্চিমবঙ্গের বেশ কিছু হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। চতুর্থ সপ্তাহে এসেও ভালোই সাড়া পাচ্ছে। জীবনানন্দ দাশের জীবনী নিয়ে তৈরি ‘ঝরা পালক’-এ কবির স্ত্রী লাবণ্যর চরিত্রে অভিনয় করেছেন জয়া। জীবনানন্দ দাশের পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু আর যুবক বেলার চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

‘ঝরা পালক’ নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, ‘শহরে কোথাও কোনো পোস্টার নেই, কোনো হোডিং নেই, তবুও ঝরা পালক ২৫ দিন পেরুলো। বাঙালি এখনো ভালো সিনেমার সঙ্গেই আছে তা প্রমাণিত। আপামর বাঙালি দর্শককে আমাদের সশ্রদ্ধ প্রণাম।’ নির্মাতা জানিয়েছেন, বাংলাদেশেও সিনেমাটি মুক্তির ব্যাপারে কথাবার্তা চলছে।

এ সময়ে এসে ‘ঝরা পালক’-এর মতো একটি সাহিত্যকেন্দ্রিক সিনেমা লোকে ভিড় করে দেখছে, এতেই উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘জীবনানন্দের মতো এত বড় মাপের একজন মানুষকে, তাঁর মৃত্যুর প্রায় ৭০ বছর পর পর্দায় তুলে আনা, তাঁকে নিয়ে সিনেমা বানানো; সেটা একটা বড় বিষয় বলে আমি মনে করি। এ সিনেমায় কাজ করতে গিয়ে আমি জীবনানন্দের বিষয়ে অনেক নতুন কিছু জেনেছি। চেষ্টা করেছি, লাবণ্য হয়ে ওঠার। দর্শকদের কাছে যে সিনেমাটি ভালো লেগেছে, তাঁরা দেখছেন, প্রশংসা করছেন; এ জন্য দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা।’

জয়া আহসান অভিনীত আরও প্রায় এক ডজন সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। কলকাতায় ‘ওসিডি’, ‘অর্ধাঙ্গিনী’, ‘ভূতপরী’, ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’ ছাড়াও বাংলাদেশে ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’, ‘নকশি কাঁথার জমিন’ ও ‘ফেরেশতে’ আছে তালিকায়। সপ্তাহ দুয়েক আগে ‘বিউটি সার্কাস’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটির নির্মাতা মাহমুদ দিদার জানিয়েছেন, ২৯ জুলাই ‘বিউটি সার্কাস’ মুক্তির ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছিল। তবে একই দিনে ‘হাওয়া’ মুক্তির কারণে সে পরিকল্পনা স্থগিত করা হয়েছে। অক্টোবরের শুরুর দিকে হলে আসতে পারে ‘বিউটি সার্কাস’। এ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন বিউটি চরিত্রে, যিনি একটি সার্কাস দল চালান। সার্কাসের দল নিয়ে ঘুরে বেড়ান দেশের প্রত্যন্ত অঞ্চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত