Ajker Patrika

জগন্নাথপুরে অপহৃত শিশু উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২০
জগন্নাথপুরে অপহৃত শিশু উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাড়িতে থেকে অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে শিশুকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে অপহরণের পর মুক্তিপণ দাবি করা জেনার মিয়াকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকালে উপজেলার সুবিদপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আবু সুফিয়ানকে (৫) বাড়িতে থেকে অপহরণ করেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের জেনার মিয়া (৪৩)। পরে শিশুটির বাবার কাছে পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি জানায় ওই অপহরণকারী। তবে শিশুর বাবা কুতুব উদ্দিন বলছেন, অপহরণকারী জেনার মিয়া তাঁর কাছে কোনো টাকা ধার নেননি।

শিশুটির বাবা কুতুব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার করোনার টিকা দিতে জগন্নাথপুরে গিয়েছিলাম। টিকা দিয়ে বাড়িতে ফিরে ছেলে খুঁজে পাইনি আমরা। জেনার মিয়াকেও বাড়ি দেখিনি। তিনি আমাকে ধর্মে ভাই ডাকার সুবাদে সে আমার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পরে জেনার মিয়া আমার কাছে টাকা দাবি করলে থানায় অভিযোগ করি।’

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, ‘অভিযোগের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে শিশুকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।’

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘পাওনা টাকার জেরে এ ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিকে গ্রেপ্তার ও তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত