Ajker Patrika

‘বিপণন নীতিমালা তৈরি হচ্ছে’

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৫
‘বিপণন নীতিমালা     তৈরি হচ্ছে’

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেছেন, বিপণন নীতিমালা তৈরি করতে যাচ্ছে সরকার। এই নীতিমালা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল নিশ্চিত হবে। ভোক্তাও পণ্যের মূল্য সম্পর্কে নিশ্চিত থাকবে।

তিনি বলেন, বিপণন নীতিমালার ফলে সরকার নির্ধারিত মূল্যের কমে কৃষি পণ্যের বাজার দর নামবে না। মুনাফা পাবে কৃষক। ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সক্ষম হবেন।

গতকাল সোমবার নীলফামারীতে একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক কাজী আবুল কালাম, উপপরিচালক ড. মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী পরিচালক তৌহিদ মো. রাশেদ খান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ. টি. এম এরশাদ আলম, কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল আরিফুর জামান আরিফ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত