Ajker Patrika

বিজয়নগরে ৯ প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ২৭
বিজয়নগরে ৯ প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের একজনসহ ৯ চেয়ারম্যান প্রার্থীকে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোহাম্মদ সালেহ মূহিদ। উপজেলার ১০ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোহাম্মদ সালেহ মূহিদ বলেন, নৌকা প্রার্থীসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা দেওয়ালে পোস্টার লাগিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এরই প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী ৩ জন ও নৌকা প্রতীকের একজনসহ মোট ৯ জনকে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, বিজয়নগরের ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য ২৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত