Ajker Patrika

কমিটির সদস্যকে পেটালেন প্রধান শিক্ষক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৬
কমিটির সদস্যকে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারীর ডিমলায় দুর্নীতির অভিযোগ দেওয়ায় রাতে স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্যকে পেটালেন স্বয়ং প্রধান শিক্ষক।

ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কান্দাপড়া গ্রামের শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুদ্দিন (৪৫)-এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিকার চেয়ে পরিচালনা কমিটির পাঁচজন সদস্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

পরিচালনা কমিটির সদস্য আয়নাল হোসেন (৬০) অভিযোগ করেন, ‘গত শনিবার রাত ১০টায় আমি প্রধান শিক্ষকের কক্ষে কারও উপস্থিতি বুঝতে পারি। সন্দেহবশত কিছু এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় প্রধান শিক্ষক লাঠি নিয়ে তাঁর অফিস কক্ষ থেকে বাইরে এসে আমাকে কিল–ঘুষিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠি দিয়ে আমার বুকে আঘাত করেন।’

এদিকে এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মইনুদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের মোবাইল ফোনে বারবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত