Ajker Patrika

একই পরিবার থেকে দুই সদস্য প্রার্থী

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ২৭
একই পরিবার থেকে দুই সদস্য প্রার্থী

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই পরিবার থেকে দুই প্রার্থী অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন সদস্য পদে, অন্যজন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ওই দুই প্রার্থী।

তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন হবে। এ নির্বাচনে ১৬৯ জন সদস্য ও ৪৯ জন সংরক্ষিত মহিলা প্রার্থী রয়েছেন। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সুশীল সিংহ। এখানে মোট ভোট রয়েছে ১ হাজার ৫৫০ টি। অন্যদিকে একই ইউপির সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা পদে নির্বাচন করছেন সরস্বতী সিংহ। তিনি লড়ছেন তালগাছ প্রতীক নিয়ে। এ তিন ওয়ার্ডে মোট ভোট রয়েছে ৫ হাজার ৫০০ টি। এর মধ্যে ২ হাজার ৭৫৪ জন পুরুষ ভোটার ও মহিলা ভোটার রয়েছেন ২ হাজার ৭৪৬ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীল সিংহ ২০০৩ সালে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

সুশীল সিংহ বলেন, ‘আমরা একই পরিবার থেকে দুজন প্রার্থী হয়েছি। সরস্বতী আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। একই পরিবার থেকে দুজন প্রার্থী হলেও ভিন্ন পদ হওয়ায় ভোটে তেমন কোনো প্রভাব পড়ছে না।’

সরস্বতী সিংহ বলেন, ‘ সুশীল সদস্য পদে আর আমি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে নির্বাচন করায় কোনো প্রভাব পড়ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত