Ajker Patrika

দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলে ফেনসিডিল

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ১৪
দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলে ফেনসিডিল

গঙ্গাচড়ায় দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল থেকে ৯৮ বোতল ফেনসিডিলের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার একজনকে গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন (১৯)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ থানার বোতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, আবুল হোসেন দুজন সঙ্গীসহ মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে গঙ্গাচড়ার হাবু বালারঘাট এলাকায় একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পড়ে যায়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে চারটি ফেনসিডিলের বোতল মাটিতে ছিটকে পড়ে। উপস্থিত লোকজন ঘটনাটি দেখতে পেয়ে মোটরসাইকেলসহ আবুল হোসেনকে আটক করে। এ সময় তাঁর দুই সঙ্গী পালিয়ে যান।

গঙ্গাচড়া থানা-পুলিশ পরে ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ট্যাংক থেকে আরও ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত