Ajker Patrika

৪৩ উদ্যোক্তাকে নিয়ে চুয়াডাঙ্গায় কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৪৯
৪৩ উদ্যোক্তাকে নিয়ে চুয়াডাঙ্গায় কর্মশালা

চুয়াডাঙ্গায় ৩৫টি জেলার ৪৩ তরুণ কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা-২০২১ হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মনমিলা গার্ডেনে দুই দিনব্যাপী এ কর্মশালা শেষ হয়। সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর গড়ে তোলা ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ ‘কৃষি বায়োস্কোপ’ কর্মশালার আয়োজন করে। বিভিন্ন সেশনে দেশ–বিদেশের নামকরা কৃষিবিদেরা কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেন। কর্মশালাটি তত্ত্বাবধান করেন কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর।

কর্মশালার আয়োজক ‘কৃষি বায়োস্কোপ’ কৃষিতে দক্ষতা বৃদ্ধির নানা সেশনের আয়োজন রাখে। রিসোর্স স্পিকার হিসেবে ক্লাস নেন দেশ–বিদেশের স্বনামধন্য কৃষিবিদেরা। পর্যায়ক্রমে মাঠ এবং কৃষি ক্ষেত্রের উন্নত যন্ত্রপাতির ব্যবহার নিয়েও সরেজমিন করা হয়।

দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যতের কৃষি খামার বিষয়ে প্রশিক্ষণ সেশন নেন কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হামিদুর রহমান। উদ্যানতাত্বিক ফসলের বাণিজ্যিক চাষ কৌশলের ওপর সেশন নেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকার পরিচালক ড. মেহেদি মাসুদ। ভূমি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের ওপর সেশন নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া। গ্রুপ ফিল্ড ওয়ার্ক (ম্যানেজমেন্ট ও গ্রাফটিং) বিষয়ে সেশন নেন হাফেজ মো. আব্দুল কাদের সোহান। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের ওপরে সেশন সেশন নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর। বাজার ব্যবস্থাপনা ও মূল্য সংযোজনের ওপর সেশন নেন ইমরুল পারভেজ। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার ওপরে সেশন নেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আব্দুল মাজেদ। শুক্রবার সন্ধ্যায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে কৃষি সেক্টরের বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস নেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কর্নেল এলায়েন্স ফর সায়েন্সের ডিরেক্টর ড. সারাহ ইভাঞ্জা।

শেষ দিনে সয়েলচার্জার টেকনোলজি ও আনার প্রজেক্ট, ড্রিপ ইরিগেশন প্রজেক্ট, মাল্টা প্রজেক্ট, মিশ্র ফলবাগান প্রজেক্ট, কাটিমন আম প্রজেক্ট, সাইট্রাস ও কমলা প্রজেক্ট, ভার্মি কম্পোস্ট প্রজেক্ট, হাইভ্যালু (ক্যাপ্সিকাম/রক মেলন/তরমুজ; মালচিং ফিল্ম) প্রজেক্ট ইত্যাদি বিষয়ে মোটিভেশনাল ট্যুর অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত