Ajker Patrika

শিশু শিক্ষার বই নিয়ে ৪০ বছর

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ২৮
শিশু শিক্ষার বই নিয়ে ৪০ বছর

শিশু শিক্ষার বই বিক্রি করে ৪০ বছর ধরে জীবিকা নির্বাহ করছেন দ্বীন ইসলাম। কিন্তু তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, নিজের ১০ সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করতে না পারা। মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ৭৫ বছর বয়সী এই বৃদ্ধের এখন দিন কাটছে খেয়ে না খেয়ে।

বই বিক্রেতা দ্বীন ইসলামের সঙ্গে গত বুধবার কথা হয় উপজেলা পরিষদ চত্বরে। তিনি জানান, তাঁর আট ছেলে ও দুই মেয়ে। ছেলেরা ঢাকা, চট্টগ্রাম ও পঞ্চগড়ে কাজ করেন।

দ্বীন ইসলাম আক্ষেপ করে বলেন, ‘বর্তমানে বেচাকেনা কম। তিন মাস ধরে আট ছেলের কাছে ৫০০ টাকা চাচ্ছি, কিন্তু কেউ দিচ্ছে না।’

কেন দেয় না জানতে চাইলে এই বৃদ্ধ বলেন, ‘আমার কাছ থেকে বই নিয়ে অনেকেই শিক্ষার আলোয় জীবন আলোকিত করেছেন। কিন্তু আমি ১০ সন্তানের একজনকেও শিক্ষিত করতে পারিনি। ছোট ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলাম। কিন্তু দুষ্টুমি করার কারণে ফাইভ পাশ করার আগেই তার লেখাপড়া শেষ হয়েছে।’

দ্বীন ইসলামের বাড়ি জামালপুর জেলায়। কিন্তু দেশ স্বাধীনের পর থেকেই তিনি রংপুরে থাকছেন। তিনি জানান, বর্তমানে কষ্টে দিন যাচ্ছে তাঁর। বাড়িতে একাই থাকেন। স্ত্রী মারা গেছেন। হোটেলে খেতে হয় তাঁকে। তবে বেচাকেনা কম হওয়ায় দিনে দুই বেলা খাওয়ার টাকাই রোজগার করতে পারেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত