Ajker Patrika

নতুন বইয়ের গন্ধ পায়নি খুদে শিক্ষার্থীরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
নতুন বইয়ের গন্ধ পায়নি খুদে শিক্ষার্থীরা

পাবনার ভাঙ্গুড়ায় বছরের প্রথম দিন নতুন বই নিতে বিদ্যালয়ে আসে প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থীরা। কিন্তু বিদ্যালয়ে বই-ই পৌঁছায়নি। এ কারণে খালি হাতে ফিরতে হয় তাদের। আট দিন পার হলেও উপজেলার প্রাক-প্রাথমিকের ৪ হাজার ২০০ খুদে শিক্ষার্থী এখনো বই পায়নি।

জানা গেছে, বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের সব বই দেওয়া হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয় দুটি করে বই। অন্যদিকে প্রাক-প্রাথমিকের ৪ হাজার ২০০ শিক্ষার্থী সিলেবাস অনুযায়ী একটি বই ও একটি অনুশীলন খাতা পাওয়ার কথা। কিন্তু বছরের প্রথম দিনে অনুশীলন খাতা পেলেও নতুন বইয়ের গন্ধ পায়নি এসব খুদে শিক্ষার্থী।

এ বিষয়ে উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বলেন, বিদ্যালয়ে বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা যায়নি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সবগুলো বই না পাওয়ায় বিতরণ করা যায়নি। তিনি আশা করছেন দ্রুতই বইগুলো পেয়ে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত