Ajker Patrika

দিনে সুন্দর, রাতে ভয়ংকর

সাইফুল মাসুম, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১০: ০৯
দিনে সুন্দর, রাতে ভয়ংকর

যানজটের এই নগরীতে পরিবহনসেবায় কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে বিভিন্ন ফ্লাইওভার। সেগুলোরই একটি রয়েছে কুড়িলে। যার দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দিনের আলোতে নজর কাড়ছে পথচারীদেরও। অথচ রাতের বেলা এই ফ্লাইওভারটি অনেকের কাছেই ভয়াবহ আতঙ্কের নাম। প্রায়ই সেখানে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এমনকি সম্প্রতি ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

ঢাকার কুড়িল মোড়, বিমানবন্দর সড়ক, প্রগতি সরণি ও পূর্বাচল সড়কের সংযোগস্থলে ২০১৩ সালে চালু হয় ফ্লাইওভারটি। এরপর থেকে বিভিন্ন সময় সেখানে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এক বছরে কুড়িল ফ্লাইওভারে অন্তত ১০টি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৪ অক্টোবর সন্ধ্যায় সেখানে ছিনতাইয়ের শিকার হন গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নুর মোহাম্মদ। আজকের পত্রিকাকে তিনি জানান, কুড়িল ফ্লাইওভারের প্রগতি সরণি অংশে দাঁড়িয়ে টঙ্গীগামী বাসের জন্য সেদিন অপেক্ষা করছিলেন তিনি। তাঁর সঙ্গে অফিসের ৭৫ হাজার টাকা ছিল। হঠাৎ পাঁচ ছয়-জন লোক এসে তাঁর কাছ থেকে পুরো টাকাটাই ছিনিয়ে নেন। ঘটনাস্থল থেকে মাত্র ২০ গজ দূরে ট্রাফিক পুলিশের বক্স থাকলেও নুর মোহাম্মদের চিৎকারে কেউই সাড়া দেননি।

এই ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘ঘটনার দিন রাতেই গুলশান ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন সুমনের পরামর্শে আমি খিলক্ষেত থানায় অভিযোগপত্র দিতে যাই। এরপর খিলক্ষেত থানা-পুলিশ আমাকে বলে, ‘‘ফ্লাইওভারটির ভাটারা অংশে ছিনতাই হয়েছে, আপনি ওই থানাতেই যান।” পরে ভাটারা থানায় গেলে তাঁরাও উল্টো খিলক্ষেত থানায় যেতে বলে। রাত ৩টা পর্যন্ত দুই থানায় কয়েক দফা ঘুরেও আমি মামলা করতে পারিনি।’ একপর্যায়ে ভাটারা থানার টেবিলে অভিযোগপত্র রেখে চলে আসেন বলে জানান ভুক্তভোগী নুর মোহাম্মদ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ওসি মুন্সী ছাব্বীর আহমদ বলেন, ‘সেদিন (৪ অক্টোবর) একজন এসেছিলেন। তবে তিনি ভাটারা অংশে ছিনতাইয়ের শিকার হওয়ায় আমরা ভাটারা থানায় যেতে পরামর্শ দিয়েছি।’

ভাটারা থানায় কেন মামলা নেওয়া হয়নি? এই প্রশ্নের উত্তর কিছুটা এড়িয়ে গিয়ে ওসি মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, ‘এমন কিছু হয়ে থাকলে ভুক্তভোগীকে আসতে বলেন। অবশ্যই মামলা নেওয়া হবে।’

সাজিদুর রহমান আরও বলেন, ‘কুড়িল ফ্লাইওভারের ছোট অংশ আমাদের আওতায়, বড় অংশ খিলক্ষেত থানার মধ্যে পড়েছে। অপরাধ চক্র তো আছেই। আমরা আগের চাইতে টহল বাড়িয়েছি। কোনো সমস্যা হলে তা সমাধানে টহল টিম অবশ্যই এগিয়ে আসে।’

ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথা বলেন খিলক্ষেত থানার ওসি মুন্সী ছাব্বীর। তিনি বলেন, ‘ফ্লাইওভারে লাইট ও সিসি ক্যামেরা লাগানোর পর অপরাধ অনেকাংশেই কমেছে। প্রয়োজন হলে টহল টিমের সংখ্যা আরও বাড়ানো হবে।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কুড়িল ফ্লাইওভারটি নির্মাণ করেছিল। কিন্তু এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কুড়িল ফ্লাইওভারের সবকিছুই ঠিকঠাক আছে। তবে কিছু অংশে লাইটিংয়ের সমস্যা রয়েছে, সেগুলো আমরা চিহ্নিত করে সমাধান করব। অপরাধপ্রবণতা কমাতে ফ্লাইওভারের আশপাশের থানাগুলোকে নজরদারি বাড়াতে হবে।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ফ্লাইওভারগুলোতে সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত