Ajker Patrika

রাজবাড়ীতে ই-সেবা ক্যাম্পেইন

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৫৪
রাজবাড়ীতে ই-সেবা ক্যাম্পেইন

রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এটুআইয়ের সহযোগিতায় জেলা প্রশাসন, রাজবাড়ীর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১’ এর উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; ফাহমি মো. সায়েফ, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূবর্ণা রাণী সাহা। এ ছাড়াও রাজবাড়ী জেলাধীন দুইটি পৌরসভা ডিজিটাল সেন্টার ও ৪২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৮৮ জন উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত