Ajker Patrika

‘ইউপি নির্বাচন হবে নিরপেক্ষ’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৩০
‘ইউপি নির্বাচন হবে নিরপেক্ষ’

নবীনগরের আগামী ইউপি নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংসদ বলেন, ‘নৌকা প্রতীক পেয়ে নিজেকে বিজয়ী ভাববেন না। জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন। নবীনগরের আগামী ইউপি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। চেয়ারম্যান কে হবেন তা জনগণই নির্ধারণ করবে।’

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিক। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র শিব শংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও শিউলী রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান মৌসুমী আক্তার ও ফিরোজ মিয়া প্রমুখ।

নবীনগরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংসদ মো. এবাদুল করিম বুলবুল বলেন, ‘সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করায় নবীনগরে গত এক বছরে কোনো দাঙ্গা-হাঙ্গামা হয়নি। বর্তমানে নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।’ এ সময় তিনি নবীনগর সদরকে যানজট মুক্ত করতে সকল পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। নবীনগর শহরের ভেতর নতুন রাস্তা তৈরি করতে আমরা কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত