Ajker Patrika

দাগনভূঞায় দুই দিনে তিন দোকানে চুরি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ০৬
দাগনভূঞায় দুই দিনে তিন দোকানে চুরি

ফেনীর দাগনভূঞা বাজারে গত দুই দিনে তিনটি দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও বাজার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গত বুধবার রাতে বৈঠক করেন।

বাজার কল্যাণ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দাগনভূঞার সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাশুকুর রহমান, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, বাজার কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েছ রিপন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, পৌর কাউন্সিলর নুরুল হুদা সেলিম ও জিয়াউল হক প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বাজারের ফেনী রোডে অবস্থিত সিঙ্গার শোরুমে চুরি হয়। ওই শোরুমের মূল দরজার তালা ভেঙে ক্যাশ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,৩টি ল্যাপটপ ও ১ এলইডি টিভি নিয়ে যায় চোরেরা। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয় বলে মালিকপক্ষের অভিযোগ। এ ঘটনায় শোরুমের ম্যানেজার হারুন-অর-রশিদ গত বুধবার সন্ধ্যায় দাগনভূঞা থানায় মামলা করেছেন।

এর আগে বাজারের সুলতান নিউ সুপার মার্কেটে অবস্থিত দেশ ফার্মাসি ও সুফিয়া ফার্নিচারে গত সোমবার দিনগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনাগুলো আমরা তদন্ত করছি। আশা করছি অতি দ্রুত চোরদের শনাক্ত করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত