গাজীপুর প্রতিনিধি
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।
আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।
আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫