Ajker Patrika

প্রক্টরকে দপ্তরে ‘না পাওয়া’র অভিযোগ শাবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩: ০৭
প্রক্টরকে দপ্তরে ‘না পাওয়া’র অভিযোগ শাবি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে ‘ফোনে ও অফিসে’ পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীনের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন তাঁরা।

অভিযোগে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুতে গত চার মাসে প্রক্টর মহোদয়কে অসংখ্যবার কল দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া গেছে মাত্র ৮ থেকে ৯ বার। অধিকাংশ ক্ষেত্রেই তিনি ফোন ধরেন না। পরবর্তীতে তিনি সে কলব্যাক করারও প্রয়োজন বোধ করেন না। কয়েকবার সহকারী প্রক্টরদের সঙ্গে যোগাযোগ করে মিটিংয়ের সময় নেওয়া হলেও তিনি বারবার মিটিং পিছিয়ে দিয়েছেন কিংবা উধাও হয়ে গেছেন। প্রক্টরের দেওয়া সময় অনুযায়ী অফিসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে অনেকবারই তাঁকে পাওয়া যায়নি।

অভিযোগে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, প্রক্টরের দায়িত্ব ছাড়াও বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক পদে দায়িত্ব পালন করছেন বলে আমরা জানতে পেরেছি। ফলে আমরা মনে করি, দায়িত্বের ভারে তিনি নুইয়ে পড়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমীনা পারভীন সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি শিক্ষার্থীরা অফিসে একটি চিঠি দিয়ে গেছে। আমি এখন অফিসের বাইরে আছি, যার কারণে তারা কী বিষয়ে চিঠি দিয়েছে সেটা আমার জানা নেই।’

রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জানতে প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত