Ajker Patrika

অনুমোদন নেই হাসপাতালের চটকদার প্রচারে প্রতারণা

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ২৫
অনুমোদন নেই হাসপাতালের চটকদার প্রচারে প্রতারণা

চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ওহি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার নেই, নার্স নেই কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনও নেই। তবুও হাসপাতালের নামে চলছে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা রকম প্রচার। রোগীদের সারা বছর চিকিৎসা পরামর্শ দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে করানো হচ্ছে রেজিস্ট্রেশন। এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এটি একটি অবৈধ প্রতিষ্ঠান। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাতেও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আলোচনা হয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে রোগীদের নানা রকম প্রলোভন দেখিয়ে সেখানে চিকিৎসার নামে চলছে বাণিজ্য। চিকিৎসা পরামর্শ দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা নিয়ে করানো হচ্ছে রেজিস্ট্রেশন। অথচ ওই হাসপাতালে চিকিৎসকই নেই।

গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, নিমপাড়ার নন্দনগাছী বাজারের পাশের একটি বাড়িতে গড়ে উঠেছে এই অবৈধ হাসপাতাল। বাইরে বড় বড় অক্ষরে ওহী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড টাঙানো থাকলেও ভেতরে চিকিৎসক, নার্স কিংবা চিকিৎসা যন্ত্রপাতির দেখা পাওয়া যায়নি। তবে মাইকিং ও লিফলেটে হাসপাতালের প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে সমানতালে।

স্থানীয় নন্দনগাছী বাজারের ব্যবসায়ী আকরাম আলী বলেন, ‘ওহী হাসপাতালের মাইকিংয়ে আমরা অতিষ্ঠ। সেখানে নাকি রাজশাহীর নাম করা চিকিৎসকেরা চেম্বার করছেন। অথচ কখনো আমরা চিকিৎসকের দেখা পাইনি। চিকিৎসা পরামর্শ দেওয়ার নামে শত শত মানুষকে রেজিস্ট্রেশন করানো হচ্ছে। কিন্তু চিকিৎসা দেওয়ার কোনো যন্ত্রপাতি দেখা যায় না। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।’

ওহী হাসপাতালের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘ওহী হাসপাতাল নামের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অবৈধভাবে চলছে। সেখানে চিকিৎসা সেবা দেওয়ার কোনো রকম অনুমোদন নেই। ওই হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ দেখা করতে বারবার তাগিদ দেওয়া হলেও তাঁরা গুরুত্ব দেন না। নানা রকম প্রভাব খাটানোর চেষ্টা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অভিযোগ অস্বীকার করে ওহি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘একটি প্রতিষ্ঠানে একদিনে সবকিছু রেডি করা সম্ভব না। আমরা আস্তে ধীরে সব কাগজপত্র রেডি করছি। চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। তবে তাঁর বিনিময়ে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। কারও সঙ্গে প্রতারণা করা হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত