বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারে জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। গত সোমবার বিকেলে জেলা শহরে অবস্থিত পার্বত্য মন্ত্রীর বাস ভবন মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন।
ইউএসএইড-এর অর্থায়নে সক্ষমতা প্রকল্পের মাধ্যমে বান্দরবানের ২ হাজার ১৪৫ জন স্বেচ্ছাসেবকের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা’ র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কার্যালয় এর উপপরিচালক শামসুল ইসলাম, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ।
রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, সক্ষমতা প্রকল্পের সহায়তায় বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলার ১২০ জন যুব স্বেচ্ছাসেবকের পাশাপাশি ১৫টি ইউনিয়নের ১২০টি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ের ২ হাজার ২৫ জন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ ঝুঁকি মোকাবিলার জন্য ১৯ ধরনের ৮ হাজার ৯৩৬টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং সন্ধান ও উদ্ধার সরঞ্জামাদি বিতরণ করা হবে।
বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারে জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। গত সোমবার বিকেলে জেলা শহরে অবস্থিত পার্বত্য মন্ত্রীর বাস ভবন মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন।
ইউএসএইড-এর অর্থায়নে সক্ষমতা প্রকল্পের মাধ্যমে বান্দরবানের ২ হাজার ১৪৫ জন স্বেচ্ছাসেবকের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা’ র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কার্যালয় এর উপপরিচালক শামসুল ইসলাম, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ।
রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, সক্ষমতা প্রকল্পের সহায়তায় বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলার ১২০ জন যুব স্বেচ্ছাসেবকের পাশাপাশি ১৫টি ইউনিয়নের ১২০টি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ের ২ হাজার ২৫ জন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ ঝুঁকি মোকাবিলার জন্য ১৯ ধরনের ৮ হাজার ৯৩৬টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং সন্ধান ও উদ্ধার সরঞ্জামাদি বিতরণ করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫