Ajker Patrika

সুরক্ষা সামগ্রী হস্তান্তর করলেন মন্ত্রী বাহাদুর

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪২
সুরক্ষা সামগ্রী হস্তান্তর করলেন মন্ত্রী বাহাদুর

বান্দরবানে রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারে জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়। গত সোমবার বিকেলে জেলা শহরে অবস্থিত পার্বত্য মন্ত্রীর বাস ভবন মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন।

ইউএসএইড-এর অর্থায়নে সক্ষমতা প্রকল্পের মাধ্যমে বান্দরবানের ২ হাজার ১৪৫ জন স্বেচ্ছাসেবকের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা’ র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কার্যালয় এর উপপরিচালক শামসুল ইসলাম, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ।

রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, সক্ষমতা প্রকল্পের সহায়তায় বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলার ১২০ জন যুব স্বেচ্ছাসেবকের পাশাপাশি ১৫টি ইউনিয়নের ১২০টি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ের ২ হাজার ২৫ জন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ ঝুঁকি মোকাবিলার জন্য ১৯ ধরনের ৮ হাজার ৯৩৬টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং সন্ধান ও উদ্ধার সরঞ্জামাদি বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব

বাসররাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

‘ইউএস ব্র্যান্ড এখন টয়লেটে’—ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে জেক সুলিভানের ক্ষোভ

মেয়েকে ১০ মাস আটকে রেখে ধর্ষণ, মা ও সৎবাবা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত