নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গত রোববার ও সোমবার নরসিংদী সদর, পলাশ, রায়পুরা ও মাধবদী থানা এলাকায় পৃথক ৪টি অভিযানে তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মাধবদী থানার আমদিয়া এলাকার জাহিদুল হক টিপু, মো. শাহ আলম, সোহাগ মিয়া, পলাশের ঘোড়াশাল এলাকার নূরে আলম, রুবেল, আল আমিন ও আবু তাহের, সদর উপজেলার আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু (৫০), আবদুল মতিন মেম্বার (৫৮), মো. আসাদুল্লাহ (৪২), রায়পুরা থানার মির্জারচর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিকসহ সাতজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চরাঞ্চলে খুন সহিংসতাসহ জেলায় ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য পৃথক অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমসহ দুজনকে গ্রেপ্তার করে মাধবদী থানা-পুলিশ। গত ২৯ জানুয়ারি রাত দেড়টার দিকে ঘোড়াশাল মিয়াপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল, কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ জানুয়ারি বিকেলে আলোকবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু, আবদুল মতিন মেম্বার, আসাদুল্লাহ মিয়া ও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩১ জানুয়ারি রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার মির্জারচর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিককে একটি দুইনলা বন্দুক ও চারটি কার্তুজসহ গ্রেপ্তার করে রায়পুরা থানা-পুলিশ। একই দিনে মির্জারচর ও বাঁশগাড়ী এলাকার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, গ্রেপ্তার ব্যক্তির মধ্যে ৭ জন ডাকাতদলের সদস্য। তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এ ছাড়া দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিজেদের স্বার্থে উসকানি দিয়ে চরাঞ্চলে সহিংসতার অভিযোগ রয়েছে। তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদীতে পৃথক অভিযান চালিয়ে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গত রোববার ও সোমবার নরসিংদী সদর, পলাশ, রায়পুরা ও মাধবদী থানা এলাকায় পৃথক ৪টি অভিযানে তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মাধবদী থানার আমদিয়া এলাকার জাহিদুল হক টিপু, মো. শাহ আলম, সোহাগ মিয়া, পলাশের ঘোড়াশাল এলাকার নূরে আলম, রুবেল, আল আমিন ও আবু তাহের, সদর উপজেলার আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু (৫০), আবদুল মতিন মেম্বার (৫৮), মো. আসাদুল্লাহ (৪২), রায়পুরা থানার মির্জারচর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিকসহ সাতজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চরাঞ্চলে খুন সহিংসতাসহ জেলায় ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য পৃথক অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমসহ দুজনকে গ্রেপ্তার করে মাধবদী থানা-পুলিশ। গত ২৯ জানুয়ারি রাত দেড়টার দিকে ঘোড়াশাল মিয়াপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল, কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ জানুয়ারি বিকেলে আলোকবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু, আবদুল মতিন মেম্বার, আসাদুল্লাহ মিয়া ও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩১ জানুয়ারি রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার মির্জারচর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিককে একটি দুইনলা বন্দুক ও চারটি কার্তুজসহ গ্রেপ্তার করে রায়পুরা থানা-পুলিশ। একই দিনে মির্জারচর ও বাঁশগাড়ী এলাকার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, গ্রেপ্তার ব্যক্তির মধ্যে ৭ জন ডাকাতদলের সদস্য। তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এ ছাড়া দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিজেদের স্বার্থে উসকানি দিয়ে চরাঞ্চলে সহিংসতার অভিযোগ রয়েছে। তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫