Ajker Patrika

সখীপুরে অবৈধ ১৯ করাতকল উচ্ছেদ

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৮
সখীপুরে অবৈধ ১৯ করাতকল উচ্ছেদ

সখীপুরে সংরক্ষিত বন এলাকায় স্থাপিত ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের আওতাধীন বিভিন্ন বিট এলাকায় অভিযান চালিয়ে ওই করাতকলগুলো উচ্ছেদ করা হয়।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, ‘টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা জামাল হোসেন তালুকদার বুধবার বহেড়াতৈল রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বড়চওনা, ছাতিয়াবাজার, আলিশার বাজার, গড়বাড়ি, বাঘের বাড়ি, হামিদপুর, মহানন্দপুর বাজার, আকন্দপাড়া বাজারসহ বিভিন্ন এলাকা থেকে ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এ সময় বহেড়াতৈল রেঞ্জের পাঁচটি বিটের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ দলকে সহায়তা করেন।’

টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. জামাল হোসেন তালুকদার জানান, সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে স্থাপিত করাতকল উচ্ছেদ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত