Ajker Patrika

চিরাগের আলোয় মুগ্ধ মাশরাফিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিরাগের আলোয় মুগ্ধ মাশরাফিও

দুই দিন আগে মিরপুরে রোমাঞ্চকর এক জয় নিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড়েরা। সবার শেষে ধীর পায়ে ফিরছিলেন চিরাগ জানি। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের নায়ক তিনিই। ভারতের গুজরাট থেকে উঠে আসা চিরাগ গত মৌসুমের মতো এবারও ব্যাটিং-বোলিংয়ে রূপগঞ্জের হয়ে ডিপিএল মাতিয়ে চলেছেন। 

৯ ইনিংসে ৯২.৪০ গড়ে ৫ ফিফটিতে ৪৬২ রান তাঁর, ১০ ম্যাচে ৪.৪৩ ইকোনমিতে ১৭ উইকেট—অলরাউন্ড পারফরম্যান্সে এখন পর্যন্ত সবার ওপরেই রাখতে হবে চিরাগকে। ধারাবাহিক সাফল্যের রহস্য বলতে গিয়ে রূপগঞ্জের এই পেস বোলিং অলরাউন্ডার জানালেন, টানা দুই মৌসুম খেলে বাংলাদেশের কন্ডিশনটা বেশ জানা হয়ে গেছে তাঁর। গত বৃহস্পতিবার তিনি বলছিলেন, ‘ডিপিএলে এটা আমার তৃতীয় এবং রূপগঞ্জের হয়ে দ্বিতীয় মৌসুম খেলছি। আগেও খেলার কারণে এখানকার উইকেট ও কন্ডিশন সম্পর্কে মোটামুটি ধারণা আছে। দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে, উপভোগ করছি।’

পারফরম্যান্সের সঙ্গে রূপগঞ্জের মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব বেশ উপভোগ করছেন চিরাগ। সাকিব আল হাসান আর মাশরাফিকে তরুণদের আদর্শ মনে করেন এ পেস বোলিং অলরাউন্ডার, ‘মাশরাফি ভাই একজন কিংবদন্তি। মাঠে এবং মাঠের বাইরে সবকিছুতেই ভিন্ন তিনি। অবশ্যই সাকিব ও মাশরাফি ভাই বাংলাদেশের কিংবদন্তি। ওঁদের কাছ থেকে তরুণেরা শিখবে। আমরাও তাঁদের কাছ থেকে শিখছি।’ 

চিরাগের ক্রিকেটার হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তাঁর পুলিশ কনস্টেবল বাবার। ২০২৩ রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের হয়ে চিরাগের পারফরম্যান্স ছিল অনবদ্য। বিজয় হাজারে ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করতে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এখনো ভারতীয় জাতীয় দল কিংবা আইপিএলে সুযোগ হয়নি চিরাগের। তবে তিনি এসব নিয়ে না ভেবে শুধু নিজের কাজটাই করে যেতে চান, ‘আইপিএলে নেয়নি, এটা তাদের বিষয়। নিজের প্রসেস অনুসরণ করব, ভালো করে যাব।’ অবশ্য নিজের স্বপ্ন আড়াল করতে পারেননি চিরাগ, ‘আইপিএল ও ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। আমার কাজ হচ্ছে ভালো করা আর পরিশ্রম করে যাওয়া।’

চিরাগের ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ মাশরাফিও। চিরাগকে নিয়ে রূপগঞ্জ অধিনায়ক বললেন, ‘অনেক খেলোয়াড়কে দেখেছি, আন্তর্জাতিক ক্রিকেটেও দেখেছি। স্পিন বলে এত ভালো স্ট্রাইক রোটেট করতে কাউকে দেখিনি। আমাদের দলের মিডল অর্ডার চিরাগই ধরে রেখেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত